Header Ads

পিকো ওয়ার্কস থেকে ঘরে বসেই আয় করুন | Best Micro-Workers Earning Site

পিকো ওয়ার্কস নতুনদের জন্য অনেক ভালো একটা আর্নিং সাইট।এইখানে খুব ছোট ছোট কাজ দেওয়া থাকে,এই জন্য এই সাইট টাকে অনেকেই মাইক্রো ওয়ার্কস সাইট নামেই চিনে।
এই সাইটে যে কাজ গুলি দেওয়া  থাকে তা যে কেউ করতে পারবে ,কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
পিকো ওয়ার্কসে কি ভাবে একাউন্ট খুলতে হয় এবং কি ভাবে কাজ করতে হয় তার বিস্তারিতো আজকে আপনাদের কে শেয়ার করব।

যে ভাবে একাউন্ট খুলবেনঃ

একাউন্ট করার জন্য প্রথমে পিকো ওয়ার্কস এর সাইটে যেতে হবে।নিচে সাইট লিংক দেওয়া হলো👇
সাইট লিংকঃ- CLICK HERE

স্টেপ-১;; লিংকে ক্লিক করার পর ঠিক এমন একটা পেইজ আসবে👇
স্টেপ-২;; উপরে ডান পাশে যে Signup বাটনটা  আছে,সেই বাটনে ক্লিক করুন।Signup বাটনটা ক্লিক করার পর এই রকম একটা পেইজ আসবে।👇

স্টেপ-৩;; এই পেইজে যে ফরমটা আসবে তা ফুল ফিলাআপ করুন। প্রথমে আপনার Full Name, তারপর আপনার Email, তারপর আপনার ইচ্ছা অনুযায়ী একটা Password দেন,তারপর আপনার ইচ্ছা অনুযায়ী একটা Nickname দেন, তারপর Select Country অপশনটা ক্লিক করলে অনেক গুলি দেশ আসবে সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করুন।তারপর By signing up, I agree to Pickoworker’s Terms of Service and Privacy Policy এই লেখা টার আগে যে বক্স টা আছে সেইটাতে ক্লিক করেই signup বাটনে ক্লিক করুন।
E-money exchange rates listing স্টেপ-৪;; Signup বাটনে ক্লিক করার পর আপনি যে মেইল এড্রেস টা দিয়েছে সেই মেইলে একটা ভেরিফিকেশন লিংক চলে যাবে,সেই লিংকটা ক্লিক করে  আপনার পিকো ওয়ার্কস একাউন্টটা ভেরিফাই করে নিবেন।ভেরিফাই করার পর আপনার একাউন্ট টা এক্টিভ হয়ে যাবে।একাউন্ট এক্টিভ হওয়ার পর এই রকম একটা পেইজ আসবে।👇
স্টেপ-৫;; এই পেইজটা আসার পর ,আপনি আপনার মেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন।লগইন বাটনটা ক্লিক করার পর এই রকম একটা পেইজ আসবে।👇
স্টেপ-৬;; এইটাই হচ্ছে আপনার পিকো ওয়ার্কস একাউন্টের ড্যাশবোর্ড।☝ এইখান থেকে এখন বাম পাশে লাল দাগ দেওয়া আছে Find Jobs এইটাতে ক্লিক করবেন।এইখানে ক্লিক করার পর যে পেইজ টা আসবে সেইখানে ৩০০+ কাজ থাকবে,সেইখান থেকে আপনি যে কাজ গুলি পারবেন সেই গুলি করবেন।এইখানে কাজ গুলি সাধারণত কোনো একটা ওয়েব সাইটে সাইন আপ করা,ইউটিউব ভিডিও দেখা,লাইক করা,অ্যাড ভিজিট করা ইত্যাদি,কাজ গুলি খুবই সহজ এবং খুব ভালো মানের পেইমেন্ট করে এই সাইট।

কি ভাবে কাজ করবেনঃ

যখন কোন একটি কাজে আপনি ক্লিক করবেন তখন এই রকম একটা পেইজ ওপেন হবে👇
এইখানে জবটার টাইটেলেই বলা আছে "লাইক দ্যা ভিডিও" তার মানে এইখানে একটা ভিডিওর লিংক দেওয়া থাকবে ,সেই লিংকে গিয়ে ভিডিও টাতে একটা লাইক দিতে হবে,ঐ লাইকের বিনিময়ে আমাকে এই সাইট পে করবে। এই জব টা ডিটেইলসে দেখার জন্য জব টার টাইটেলের উপর ক্লিক করবো।টাইটেলের উপর ক্লিক করার পর এই রকম একটা পেইজ আসবে।👇
জবের ডিটেইলস আসার পর সব কিছু আগে ভালো করে দেখে নিবেন, যেমন-
Step-1_ আপনাকে কি কি করতে হবে তা দেওয়া থাকে।
Step-2_ এই কাজ টা সম্পুর্ন করতে আপনাকে কি কি প্রমাণ সংরক্ষন করতে হবে তা দেওয়া থাকে।
Step-3_ কাজটা শেষ হওয়ার পর কোনো প্রমান মেসেজ আকারে লিখে দেওয়ার মত থাকলে সেইটা এইখানে লিখে দিতে হবে।
Step-4_ যে প্রমান গুলি স্ক্রিনশট আকারে চেয়েছে সেই স্ক্রিনশট গুলা এইখানে আপলোড করে দিতে হবে।
সব প্রমান আপলোড করা শেষ হলে Submit Proof বাটনে ক্লিক করে কাজ টা জমা দিতে হবে।

পেমেন্ট যে ভাবে নিবেনঃ

পিকো ওয়ার্কসে বাংলাদেশের অনেক মানুষেই কাজ করে,তারা সবাই বিকাশে পেমেন্ট নিয়ে থাকে।কিন্তু পিকো ওয়ার্কস থেকে সরাসরি বিকাশে পেমেন্ট নেওয়া যাই না। পিকো ওয়ার্কস থেকে আগে কয়েনবেস একাউন্টে পেমেন্ট করতে হয়, তারপর কয়েনবেইস একাউন্ট থেকে আপনার বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
E-money exchange rates listing

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.