Header Ads

SSC Result 2020 Published | All Education Board In Bangladesh

বেলা ১১ টার পর প্রকাশ করা হবে ২০২০ সালের মাধ্যমিক/ এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্টের জন্য এইখানে ক্লিক করুন- SSC Result-2020 
এছাড়া মাধ্যমিক ফলাফল ২০২০ সহ সমমানের দাখিল ফলাফল ২০২০ এবং ভোকেশনাল ফলাফল ২০২০ প্রকাশিত হবে।
সকাল ১০ টায়,  এসএসসি-সমমান  রেজাল্ট এর পরিসংখ্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম উদ্বোধন করে সংক্ষেপে ফল ঘোষণা করবেন। তারপর দুপুর ১১ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে এসে ফলাফলের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করবেন।দেশের ইতিহাসে এবার প্রথম, রেজিস্ট্রেশনকৃত মোবাইলের মেসেজে রেজাল্ট দিবে সকল বোর্ড। তার জন্য আপনাকে প্রাক-নিবন্ধন করতে হবে। এছাড়া সরাসরি এসএসসি-সমমান মার্কশিটসহ ফলাফল দেখুন আমাদের সাইটেই।
Ssc result 2020
এই বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৯,৭০,৪৪১ এবং মেয়ে ১০,২৯,৫৫৯। সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। তাদের মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী বেশি। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। তাদের মধ্যে ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। এখানেও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৯৭৮ বেশি। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়াও বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪২ জন শিক্ষার্থী।

People are searching for :

ssc result, ssc result 2020, ssc result 2020 marksheet, ssc result 2020 bd, ssc result date 2020, ssc result 2020 published date, when published ssc result 2020, education board, education board results, eboardresult, education board bangladesh, all result bd, এসএসসি রেজাল্ট ২০২০, এসএসসি রেজাল্ট 2020, নাম্বার সহ রেজাল্ট, এসএসসি পরীক্ষার ফলাফল, এসএসসি পরীক্ষার ফলাফল ২০২০, এসএসসি পরীক্ষার ফলাফল দেখুন মার্কশিটসহ, এসএসসি রেজাল্ট ২০২০ কবে দিবে, SSC পরীক্ষার ফলাফল দেখার নিয়ম,
E-money exchange rates listing

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.